Newsbazar 24:--আধুনিক প্রযুক্তিতে উন্নত মানের পাট পচানোর শিবির অনুষ্ঠিত হল মালদহ জেলার হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে।
এই শিবিরে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে পাটের রং ঠিক রেখে কি ভাবে কৃষকেরা দশ থেকে বারো দিনের মধ্যে পাট পচানোর সুবিধা পাবে। পাশাপাশি কৃষকেরা পাটের সঠিক মূল্য ও পাবে। তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় সংস্থা আই.সি এ আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পাট দপ্তরের আর্থিক সহযোগিতায় ও হবিবপুর ফারমার্স প্রোডিউসাস সহযোগিতায় পাটচাষীদের নিয়ে উন্নত পদ্ধতিতে পাট পচানোর প্রযুক্তি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। মালদহ জেলার হবিবপুর ব্লকের চেচাঁইচন্ডী, দমদমা, চাঁদপুর, বক্সীনগর,সহ আটটি জায়গায় এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী চার দিন। এই কর্মসূচিতে ওই এলাকার সকল পাট চাষীদের নিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে পাটের গুণমান ঠিক রেখে পাটকে পচানো যায়, এবং লাভজনক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।এ বিষয়ে ঐ সংস্থার এক আধিকারিক ডঃ নীলিমেশ মৃধা জানান কিভাবে আধুনিক পদ্ধতিতে
চাষিরা কম সময়ে পাট পচাতে পারে ,নিনফেট সাথী পাউডারের মাধ্যমে ও লাভজনক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।শিবির শেষে কৃষকদের হাতে পাঁচ কেজি করে নিনফেট সাথী পাউডার তুলে দেওয়া হয়।
Post your comments about this news