newsbazar 24 desk :-প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। শুরু হয়েছে রমজান মাস। ঘরে-বাইরে অসহ্য গরম।
এই গরমে ফ্যান চালালেও কোনো কাজ হচ্ছে না। এসি লাগাবার কথা মনে আসলেও, বিদ্যুৎ বিলের কথা ভেবে পারছেন না। তবে এসি না চালিয়েই ঘর ঠান্ডা রাখা যায়।
টিউব লাইট-এ ঘর গরম হয়। তাই টিউবলাইট এর বদলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন।
ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালো করে সেটিকে পরিষ্কার করুন।
কাঠের জানলা হলে ঘর ঠান্ডা থাকে! কিন্তু জানলা যদি কাঁচের হয় তবে গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। হালকা রঙের পর্দা সূর্যের তাপ আটকায় না।
জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস একরকমের ঘাস, তাপ আটকাতে সক্ষম। তাতে যদি একটু জল দিতে পারেন, দেখবেন ঘর অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। মোটা চাদর জলে ভিজিয়ে, শুকিয়ে নিয়ে, অল্প স্যাঁতসেতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিতে পারেন। খসখসের বিকল্প হিসেবে ভালো কাজ করে।
বিছানার চাদর, বেডকভার ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির। তুলো তাপ টানে। তাই বালিশে ভরতে পারেন বাজরা বা চাল। গদির মাঝখানে একটা মাদুর পেতে রাখলে বিছানার গরম অনেকটাই কমে যাবে।
ঘর মোছার সময় জলে খানিকটা লবণ মিশিয়ে, ঐ মিশ্রণ দিয়ে ভিজে ভিজে করে ঘর মুছুন, ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে।
উপরের এই নিয়মগুলো মেনে চললেই ঘর অনেকটা ঠান্ডা থাকবে।
Post your comments about this news