Blood camp::রক্তদাতাদের উৎসাহ দিতে মালদহ ডিভিশননের ডিআরএম যতীন্দ্র কুমার।। - Newsbazar24
মালদা

Blood camp::রক্তদাতাদের উৎসাহ দিতে মালদহ ডিভিশননের ডিআরএম যতীন্দ্র কুমার।।

Blood camp::রক্তদাতাদের উৎসাহ দিতে মালদহ ডিভিশননের ডিআরএম যতীন্দ্র কুমার।।

Newsbazar 24 :-গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের  ফলে রক্তদান শিবির কমেছে, বিশেষ করে থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের কথা মাথায় রেখে আর্ট অফ লিভিং এর  উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও আই.এম.এ. মালদার সহযোগিতায় শুক্রবার মালদা. আই. এম. এ. ভবনে পরম পূজ্য গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্কর জীর ৬৬ তম জন্ম তিথিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

 এদিনের শিবিরে দাতাদের উৎসাহ দিতে সশরীরে উপস্থিত ছিলেন শ্রী যতীন্দ্র কুমার  ডি. আর. এম. ও প্রেসিডেন্ট ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ ইস্টান রেলওয়ে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক নিরঞ্জন প্রামানিক, জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, আর্ট অফ লিভিং এর প্রশিক্ষক গীতা নন্দী,  ববিতা মন্ডল ও স্বপন সরকার প্রমূখ। রক্ত দিয়ে শিবিরের শুভ সূচনা করেন শ্রী রাজেশ কুমার  পাশওয়ান অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কমিশনার ইস্টার্ন  রেলওয়ে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা। এছাড়া আজকের বিশেষ রক্তদাতা শিবানন্দ ঘোষ  ডি.ও.সি. স্কাউট, বন্দনা দাস  ডি.ও.সি. গাইড, দেবতানু মাঝি প্রশিক্ষক আর্ট অফ লিভিং প্রমূখ। শিবিরে ২৭ জন রক্তবন্ধু রক্তদান করেন। জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়ায়ে রক্ত দিয়ে অসুস্থ মানুষের জীবন বাঁচানোর ব্রত এটাও আর্ট অফ লিভিং এর অংশ বলে মন্তব্য করেন শ্রীমতি গীতা নন্দী ও সকলকে তিনি ধন্যবাদ জানান ।

NewsDesk - 3

aappublication@gmail.com

Newsbazar24 Reporter

Post your comments about this news