Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

ময়দান কাঁপানো কিংবদন্তি গোলরক্ষক সনত্‍ শেঠের জীবনদীপ নির্বাপিত।।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar 24::দীর্ঘদিন রোগভোগের পর আজ সকাল ১০টায় পানিহাটিতে নিজ বাসভবনে জীবনদীপ নির্বাপিত হল  কলকাতা ময়দানের  কিংবদন্তি গোলরক্ষক সনত্‍ শেঠ।  কলকাতার দুই প্রধানে  খেলার পাশাপাশি এরিয়ান, ইস্টার্ন রেলের গোলরক্ষায় সফলভাবে নিজের দায়িত্ব পালন করেছিলেন এই গোলরক্ষক।কলকাতা  ময়দানে ‘বাজপাখি’ বলে পরিচিত ছিলেন তিনি।

মাত্র কয়েক বছর হারিয়েছিলেন নিজের স্ত্রী’কেও। খেলা শুরু করেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা লিগে। সেখানে থেকেই কলকাতা ময়দানের নামী ক্লাব রেলওয়ে এফসি থেকে ডাক পান সনত্‍ শেঠ। ১৯৪৯ সাল থেকে পেশাদার ফুটবল জীবন শুরু করা গোলরক্ষক ১৯৬৮ অবধি কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন। ১৯৫২ সালে সই করেন এরিয়ান্সে। কলকাতা দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানেও দীর্ঘদিন নিজের দায়িত্বও সফল ভাবে সামলেছেন এই কিংবদন্তি গোলরক্ষক।

 সনত্‍ শেঠ জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন। ১৯৫৪ এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। লাল হলুদের হয়ে খেলেই ফুটবল কেরিয়ারে শেষ করেছিলেন সনত্‍ শেঠ। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর