Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

পৌষমাসে দুর্গাপুজো! রাজপুর সোনারপুরে রাজ্য থেকে অশুভ শক্তি নাশ করতে মূর্তি তুলে দূর্গা পূজা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:বঙ্গে এখন  কনকনে শীত। রাজ্য জুড়ে অসংখ্য মানুষ  অপেক্ষা করছে  সরস্বতী পূজার। কিন্তু তার মধ্যেই  এই রাজ্যেই এক জায়গায় চলছে  ঢাক বাজিয়ে চলছে দশভূজার বন্দনা! এক কথায় পৌষালী  বোধন চলছে ?

শীতের সময় কেন করা হচ্ছে  দূর্গা পূজা ? 

ইউনেস্কো বাংলার দুর্গাপূজা কে বিশ্বসেরা  স্বীকৃতি দিয়েছে।  আর  এই খুশিতেই  শীতের আমেজে অকাল বোধন দুর্গোৎসবে মেতে উঠেছে রাজপুর সোনারপুর পৌরসভার  ৩৫ নং ওয়ার্ড। 

আর সেই জন্যই  তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে রীতিমতো নিয়ম মেনে  ভাবে দুর্গাপুজো করলেন তৃণমূল কংগ্রেস পার্টির কর্মীরা।  তবে সাম্প্রদায়িক সম্প্রীতিও নজরও  কেড়েছে এই পুজো।

পুজোর নাম দেওয়া হয়েছে ”মা দুর্গার অকাল বোধন”।  রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে সম্পূর্ণভাবে মা দুর্গার প্রতিমা বানিয়ে পুজো করা হল।  এই পুজোতে শামিল হয়েছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সমস্ত ধর্মের মানুষ। উঠল ‘জয় বাংলা’ ধ্বনি। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়’ ও ‘ভারত মাতার জয়’ স্লোগান। মাইকে বাজলো মমতা ব্যানার্জির কবিতা ও লেখা গান। 

 উদ্যোক্তারা দাবি করেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা করছে, তাদের বধ করবে মা দূর্গা।  তাইতো এই অকাল বোধন পূজা । আর সেই কারণেই এই  দুর্গাপুজো করা হচ্ছে। পুজোর মূল উদ্যোক্তা রাজপুর সোনারপুর পৌরসভা ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌরভ প্রধান বলেন   সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  আর রাজ্য থেকে অশুভ শক্তি দূর করবে মা দূর্গা।  

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর