Newsbazar 24:-আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির খবরে জানা যায়, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অন্তত এক ডজন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ।
এর ফলে বেশ কয়েকটি স্কুল বন্ধ করে সেখানকার শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে সাইবার আক্রমণের মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগে গত বুধবার নিউজিল্যান্ডের ওয়াইকাটো, টেমস ও গিসবোর্নের চারটি স্কুলে প্রতারণামূলক ফোনকল গিয়েছিল।
নিউজিল্যান্ডের প্রিন্সিপাল ফেডারেশনের সভাপতি চেরি টেলর-প্যাটেল বলেছেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তাদের ধারণা, এটি মূলত বিদেশ থেকে আসা একটি সাইবার আক্রমন।
নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই বলে বিশ্বাস তাদের।
তারা জানিয়েছে, তারা এখনো মার্লবোরো, মাস্টারটন, কাইকৌরা, গ্রেমাউথ, কুইন্সটাউন, লেভিন, ওয়াংগানুই, রোলেস্টন, তাকাকা, জেরাল্ডাইন, ডানস্তান, অ্যাশবার্টন ও পামারস্টন নর্থের স্কুলগুলোর হুমকি তদন্ত করছে।
তাসমান এরিয়া কমান্ডার সাইমন ফেলথাম বলেছেন, তারা মার্লবোরো গার্লস কলেজে হুমকির বিষয়ে দুই যুবকের সঙ্গে কথা বলছেন।
তবে এখন পর্যন্ত কোনো স্কুলে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে, এমন খবর পাওয়া যায়নি।
Post your comments about this news