ডেস্ক, ২৪ সেপ্টেম্বরঃ অমিতাভ বচ্চনের মুকুটের আরও একটি নয়া পালক যোগ হল দাদাসাহেব ফালকে সম্মান। ভারতীয় সিনেমাতে অসাধারণ অবদানের জন্যে এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। মঙ্গলবার ট্যুইট করে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি লিখেছেন, দুই দশক ধরে রূপোলি পর্দা তথা বিনোদন জগৎ তাঁর অভিনয়ের কাছে ঋণী। অমিতাভ স্যারকে এই সম্মান জানাতে পেরে দেশ গর্বিত।
টুইটে বাবাকে অভিনন্দন জানিয়েছেন অভিযেক বচ্চন। বলেছেন, বাবার গর্বে গর্বিত তিনি। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।
অমিতাভ বচ্চনকে অভিনন্দন জানিয়ে টুইট করেন রজনীকান্ত, অনিল কাপুর, করণ জোহর, আশা ভোঁসলে, দিয়া মির্জা প্রমুখ।
অনিল কাপুর বলেছেন এই কিংবদন্তি ছাড়া ভারতীয় সিনেমা সফল হবে না ! তিনি প্রতিটি ভূমিকায়
সিনেমার নতুন সংজ্ঞা দিয়েছেন এবং সিনেমায় তাঁর অসংখ্য অবদানের জন্য প্রশংসার দাবিদার!
অভিনন্দন আপনাকে।
প্রসঙ্গত, বিগ বি-কে শেষ দেখা গেছে সুজয় ঘোষের বদলা ছবিতে। এই মুহূর্তে তিনি ব্যস্ত সুজিত সরকারের আগামী ছবি গুলাব সিতাব-তে। মাসখানেক আগেই প্রস্থেটিক মেকআপ নেওয়া অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক তিনি প্রকাশ্যে এনেছিলেন নিজেই। এছাড়াও, ভক্তরা তাঁকে নিয়মিত দেখতে পাচ্ছেন ছোটপর্দার মেগা রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে।
কর্মজীবনে বহু পুরস্কার পেয়েছেন অমিতাভ। তার মধ্যে রয়েছে ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার।
তার সম্পর্কে বলা যায় তার তুলনা তিনিই। আজও তিনি অসামান্য পরিশ্রমী।দীর্ঘ ৭৪টি বছর পেরিয়ে আজও তিনি চিরনবীন যুবক।
Post your comments about this news