news bazar24: নকশালবাড়ির হান্ডিবস্তির পর ফের লোকালয়ে ঢুকলো হাতি।শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন শুকনার মেচিবাড়ি এলাকার মূল বাজারে ঢুকে পরে একটি দাঁতাল।বন দপ্তর সূত্রে জানা,এদিন ভোর বেলায় শুকনা সংলগ্ন মোহরগাঁও জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পরে ওই দাঁতালটি৷বাজারের মূল সড়ক দিয়ে রীতিমতো মর্নিংওয়াক করতে দেখা যায় তাকে।এরপর বাজারের মধ্যে দিয়ে ঢুকে পরে মেচিবাড়ির জনবসতি এলাকায়।বেশ কয়েকটি বাড়ির পাঁচিলও ভেঙে দেয় ওই হাতিটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শুকনা এলিফেন্ট স্কোয়াডের বন কর্মীরা।তারা পৌঁছে দলছুট ওই হাতিটিকে ফের মোহরগাঁও দিয়ে খৈরানি দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেয়।
শিলিগুরি দার্জিলিং কোচবিহার
Post your comments about this news