"ভয়ংকর "- সন্দীপ চক্রবর্তী
এ ও এক যুদ্ধ।বহিঃশত্রুর বিরুদ্ধে।
তবে সীমান্তে নয়।দেশেরই মধ্যে।
নানান রেজিমেন্টে ভাগ হয়ে
হঠাৎ-ই সেনার তকমা পাওয়া
পাতি "সিভিল" নাগরিকের দল
চাকরির বাধ্যবাধকতায়
লড়ছে অদৃশ্য ভাইরাস সামলাতে।
থালা বাটি বাজিয়ে,প্রদীপ জ্বালিয়ে
দেশ জানায় "পাশে" আছে,এই লড়াইয়ে।
যদিও ভাড়া না দিতে চাওয়া,
পাড়াতে ঢুকতে না দেওয়া,
এমন খবর আসতেই থাকে।
এই যুদ্ধে মরে যাওয়া সেনার শরীর
সুদৃশ্য কফিনে আসে না,
জাতীয় পতাকায় মোড়া হয় না,
বিউগল,না,না।পাগল নাকি!
"শেষ দেখা ",যেন,প্রায় নিষিদ্ধ এক শব্দ।
সেই মূহুর্ত থেকেই সে যেন অত্যন্ত ভয়ংকর এই
সমাজের পক্ষে।
কিভাবে কখন কোথায় সৎকার হয়, তা কেউ
জানতেও পারে না।
বহুদূরে কাজ করে যাওয়া সহকর্মীরা
খবর পেয়ে হঠাৎ কেঁপে ওঠে,
ভয়ে একবার দেখে নেয় প্রিয়জনের ফটো।
দেখা তো,কোনোভাবেই,না ও হতে পারে।
আরও পড়ুন
ছোট গল্প -"অনুভূতি"- @সন্দীপ চক্রবর্তী
Post your comments about this news