News bazar24 : দাদু হলেন রঞ্জিত মল্লিক । আর মা হলেন কোয়েল মল্লিক। আজ মঙ্গলবার ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। মা ও ছেলে দু’জনেই ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কোয়েল যে মা হতে ছলেছেন সেই মাতৃত্বের খবর প্রকাশ্যে আসে কয়েক মাস আগে। এই বছর ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে সুখবরটি জানিয়েছিল কোয়েল ।
তারপর দেশজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাস করোনা। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরা। তার উপর কোয়েলের ডেলিভারি ডেটও পড়ে এর মধ্যেই। ফলে স্বাস্থ্য নিয়ে চিন্তা বেড়েই যায়। কিন্তু সন্তান জন্মের পর কোনও সমস্যা হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় পুত্র সন্তানের জন্ম দেন তিনি। গর্ভবতী অবস্থায় শ্বশুরবাড়িতেই ছিলেন কোয়েল ।
Post your comments about this news