newsbazar24 ঃ অক্সফোর্ডের করোনা নিয়ে তাঁর স্নায়বিক ও মানসিক সমস্যা দেখা দিয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবক। শুধু তাই নয়, ওই ক্ষতির জন্য তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি করে বসলেন।
করোনা ভ্যাকসিন নিয়ে দেখা দিলো স্নায়বিক ও মানসিক সমস্যা । আর এই সমস্যা দেখা দেওয়াই ৫ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি করে বসলেন এক ব্যাক্তি ।আর এই টাকার দাবিদার চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবক।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন Covishield উত্পাদন করছে পুনের সংস্থা সেরাম ইনন্সটিটিউট।বছর চল্লিশের ব্যক্তির দাবি, গত ১ অক্টোবর তিনি চেন্নাইয়ের শ্রীরাম চন্দ্র ইন্সটিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চে গিয়ে কোভিশিল্ডের একটি ডোজ নেন। তার পর থেকেই তাঁর স্নায়বিক ও মানসিক সমস্যা হচ্ছে। তিনি আরও দাবি করেছেন, কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করে দেওয়া হোক এবং এই ভ্যাকসিনের প্রতিক্রিয়া নিয়ে তদন্ত করুক DGCI।তিনি আরও বলছেন ভ্যাকসিন নেওয়ার পর থেকে তিনি সুস্থ নন।বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তাঁর শরীরে। এর জন্য তাঁকে দীর্ঘ চিকিত্সা করাতে হবে। একথা মাথায় রেখে তাঁকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক দাবি নিয়ে আইনি নোটিস পাঠিয়েছেন সেরাম ইন্সটিটিউট, আইসিএমআর, ডিজিসিআইকে।
এদিকে, কেভিশিল্ড ভ্যাকসিন নিয়ে শারীরিক অসুস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছে সেরাম ইন্সটিটিউট।
সেরাম ইন্সটিটিউটের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই অভিযোগ ভিত্তিহীন ও কোম্পানিকে কালিমালিপ্ত করার প্রয়াস। ওই ব্যক্তি নিজের শারীরিক সমস্যা এখন ভ্য়াকসিনের ওপরে চাপিয়ে দিচ্ছেন।
Post your comments about this news