কার্ত্তিক পাল, Newsbazar 24: ইংরেজবাজার পৌরসভা ও মালদা ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যায় স্থানীয় পুরাটুলি সদরঘাটে অনুষ্ঠিত হলো ‘১৭ তম মিস্টার মালদা’ দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছিল মালদহ জেলার ব্যায়াম জগতের প্রবাদ প্রতিম পুরুষ ও প্রখ্যাত আইনজীবী প্রয়াত অমলেন্দু ভাদুড়ীর নামে। অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত অমলেন্দু ভাদুড়ীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন মালদহ জেলা সমাহর্তা শ্রী রাজর্ষি মিত্র আই এ এস , প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলক রাজোরিয়া আইপিএস পুলিশ সুপার মালদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রশাসক ও বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। মূর্তি উন্মোচন শেষে মঞ্চ থেকে জেলার প্রাক্তন ক্রীড়াবিদদের কে সংবর্ধনা দেওয়া হয়। এবং তাদের হাতে অমলেন্দু ভাদুড়ী স্মৃতি স্মারক উপহার তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতা মোট চারটি গ্রুপে এই প্রতিযোগিতা হয়। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়নদের কে নিয়ে হয় মিস্টার মালদা প্রতিযোগিতা। এই মিস্টার মালদা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান গাজলের বিকাশ বান্সফোর এবং রানার্স হন শহরের বিক্রম গুপ্ত।
Post your comments about this news