UNI/ newsbazar24 : বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জন যাত্রীর মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার সকালে সুমুদ্র উপকুলে দু’টি ব্যাগ পাওয়া গিয়েছে। যার মধ্যে আটকে ছিল যাত্রীর দেহাংশ।

অন্যটিতে ছিন্নবিন্ন জিনিসপত্র। শনিবার এয়ার বোয়িং 737 জাকার্তা থেকে আকাশে ওড়ার পরই বেপাত্তা হয়ে যায়। ফ্লাইট ট্র্যাক করা একটি ওয়েবসাইট জানিয়েছে, বিমানটি এক মিনিটেরও কম সময়ের মধ্যে দশ হাজার ফিট নিচে নেমে আসে।

ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও জোরালো হয়েছিলো।পরে জানা যায় যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে ভেঙে পড়েছে বিমান।আশঙ্কা করা যাচ্ছে ৫০ জনেরও বেশি মানুষের সলিল সমাধি হয়েছে।
.jpg)
ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ এবং মৃতদেহ উদ্ধারের চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে জাকার্তা প্রশাসনের ১০টি জাহাজ। নৌবাহিনীর ডুবুরিদেরও নামানো হয়েছে।

উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের টুকরো পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এই বিমানটির যান্ত্রিক সুরক্ষা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। তবুও সংস্থাটি বিমানটিকে ওড়ানোর সিদ্ধান্ত নেয়।

পাইলট, সহকারী এবং বিমানকর্মী মিলিয়ে তাতে ৬২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল ৬ শিশু। শিশুদের মধ্যে আবার একজন সদ্যোজাত।
Post your comments about this news