Newsbazar 24 : সুকমার জঙ্গলে মাওবাদীদের হাতে অপহৃত জওয়ানের ছবি প্রকাশ্যে আনল মাওবাদীরা। প্রসঙ্গত গত ৩রা এপ্রিল সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হন ৩২ জন। এক কোবরা জওয়ানকে অপহরণ করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। জানা যায় ঐ জওয়ানের নাম রাকেশ্বর সিং মানহাস নামে জম্মুর বাসিন্দা । মাওবাদীদের তরফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তালপাতার অস্থায়ী ছাউনিতে প্লাস্টিকের মাদুরের উপরবসে রয়েছেন অপহৃত জওয়ান।
মঙ্গলবার ছবি প্রকাশ্যে এনে মাওবাদীরা বিবৃতি জারি করে সরকারের উপর চাপ সৃষ্টি করে। তারা জানায় দ্রুত মধ্যস্থতাকারীদের নাম প্রকাশ্যে আনতে হবে তবেই মানহাসকে মুক্তি দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে । দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির মুখপাত্র বিকল্প সেই প্রেস বিবৃতি জারি করে। এদিকে, বস্তারের আইজিপি মঙ্গলবারই জানিয়েছেন , মানহাস নিখোঁজ রয়েছেন। তারা মাওবাদীদের প্রেস বিবৃতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবেন।
Post your comments about this news