সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে গেলেই সাত সকালে কোলকাতায় গুলি বিদ্ধ তরুণী
News bazar24: প্রিয়ঙ্কা পুরকাইতকে (২০) কাল রাতেও জানতো না যে তাঁর আর ভালো করে সকাল দেখা হবে না। আচমকা মরতে হবে গুলিতে । হ্যাঁ এটাই সত্য ঘটনা, একদম লাল বাজারের র্যাডারে থাকা খোদ কলকাতার রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লীতে সাত সকালেই বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটল।
আজ বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটল কলকাতায়। গুলিবিদ্ধ প্রিয়ঙ্কা পুরকাইতকে (২০) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়াঙ্কা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লীতে।
গুলির শব্দেই এদিন সকালে এলাকার বাসিন্দাদের ঘুম ভাঙে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে পাশের পাড়ার জয়ন্ত হালদারের সঙ্গে প্রিয়াঙ্কার প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাইছিল। সম্ভবত এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠে জয়ন্ত।
স্থানীয়রা জানিয়েছে, জয়ন্ত বিবাহিত। তাঁর স্ত্রী অন্তঃস্বত্ত্বা। বাড়িতে ঢুকে ওই তরুণীকে গুলি করার ঘটনা খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
Post your comments about this news