Newsbazar24: সবজি বোঝাই একটি টোটো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে গাজোলের পাঁচ পাড়া এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় টোটোতে থাকা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা আহত দুই জনকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ।
অন্যদিকে, দাঁড়িয়ে থাকা লরিটি পালিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করে গাজোল থানার পুলিশ। আহত দুই ব্যক্তির নাম জিয়াউল হক (৫৩) ও আরজাউল হক (১৭)। উভয়ের বাড়ি পুকুরিয়া থানার হরিপুর এলাকার বগুলদহ গ্রামে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে খুব ভোরে , ওই দুইজন একটি টোটোতে করে ফুলকপি নিয়ে গাজোল কিষান মান্ডিতে বিক্রির জন্য আসছিল। টোটো চালক দূর থেকে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকা লরির পিছনে পাঁচ পাড়া এলাকায় ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে গাজোল গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
Post your comments about this news