Newsbazar 24: বাড়ির শোবার ঘর থেকে এক বৃদ্ধার পচাগলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদহের চাঁচল থানার বিধনসরণী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এটি কোন আত্মহত্যা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধার নাম চাঁদনী রাম (৬৫)। চাঁচলের বিধনসরণি এলাকায় তার বাড়ি। এক চিলতে একটি ছোট ঘরে একায় থাকতেন তিনি। তার স্বামী বহুদিন আগেই তাকে ছেড়ে চলে যান। বৃদ্ধার কোনও সন্তান নেই।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃদ্ধা একাই তার বাড়িতে থাকতেন । প্রতিবেশীদের সাথে তেমন কোনও সম্পর্ক রাখতেন না। এদিন সকালে বৃদ্ধার বাড়ির পাশের প্রতিবেশীরা ফুল তুলতে গেলে দুর্গন্ধ পায়। এর পর বেশ কিছু প্রতিবেশী জমায়েত হয় সেখানে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাড়ির দরজা ভেঙে দেখতে পাই ঘরের মেঝেতে একদম পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে।
এরপরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এটি আদৌ আত্মহত্যা না অন্যকিছু তা নিয়ে চলছে জল্পনা। প্রতিবেশীদের দাবিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই হয়তো তিনি মারা গেছেন বলে অনুমান।
Post your comments about this news