News bazar24: শেষ পর্যন্ত চাকা ঘুরছে রথের। পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। তবে সরকারি বিধি মেনে ‘নিয়ন্ত্রিতভাবে’ এই উৎসব পালনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।আজ সোমবার আদালত জানিয়ে দেয় রথযাত্রার নিয়মবিধি ওড়িশা সরকার এবং মন্দিরই ঠিক করবে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়, “পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের চেয়ারম্যান গজপতি মহারাজের প্রস্তাব অনুযায়ী জনগণের উপস্থিতি না থেকে যদি তা নিয়ন্ত্রণ করে করে যায় তবে রাজ্য সরকার সেই অনুযায়ী রথযাত্রা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করবে।”
সোমবার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি বলেন, “আজ আমাদের সকলের জন্য খুব বিশেষ একটি দিন। মূলত ওড়িশার ভাই-বোনেদের জন্য। রথযাত্রায় সুপ্রিম কোর্টের সম্মতি মেলায় পুরো দেশ খুব খুশি।” তবে তা দেখতে হবে যাতে সামাজিক সুরক্ষা খর্ব না হয় ।
Post your comments about this news