news bazar24: গতকাল গভীর রাতে শিলিগুড়ির ইসকন মন্দির রোড এলাকায় ডাকাতি ঘটনায় চাঞ্চল্য।গুরুতর আহত বাড়ির মালিক ৭১বছর বয়সী চন্দন রায়।জানা গিয়েছে,গতকাল তিনজনের একটি ডাকাত দল রাত ২:৩০নাগাদ ওই বাড়িতে ঢোকে।সেই সময় তাদের দরজা ভাঙার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে বাইরে আসেন চন্দন বাবু।দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে সাবল দিয়ে মাথায় আঘাত করে ডাকাত দল।তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।পরবর্তীতে তার হাত পা বেঁধে রেখে আলমারি ভেঙে প্রায় ৩ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৭লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।চন্দন বাবুর অনুমান পরিচিত কেউ এই ঘটনা ঘটিয়েছে।
শিলিগুরি দার্জিলিং কোচবিহার
Post your comments about this news