news bazar 24: লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজোল ব্লক ডি ওয়াই এফ আই লোকাল কমিটির উদ্যোগে গাজোল শহরের একটি মিছিল পরিক্রমা করে সোমবার সন্ধ্যায় । তারা প্রথমে গাজোল শহরের প্রমোদ দাশগুপ্ত ভবন তাদের কার্যালয়ে জমায়েত হন সেখান থেকে মিছিল শুরু করে গাজোল শহর পরিক্রমা করে আবার এখানে এসে মিছিল শেষ হয় ।উপস্থিত ছিলেন গাজোল ব্লক ডিওয়াইএফআই সম্পাদক জিসান আহমেদ প্রাক্তন বিধায়ক সাধু টুডু ,মোশারফ হোসেন সুজিত দাস ,মুক্তার আলীসহ অন্যান্য নেতৃত্ব। জিসান আহমেদ বলেন আমাদের সর্বভারতীয় 21 তম সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায় সে সম্মেলনকে সফল করার লক্ষে এছাড়াও রাজ্যে খুন নারী নির্যাতন ধর্ষণ দিন দিন বেড়ে চলা এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আমাদের এই মিছিল অনুষ্ঠিত হয় ।
Post your comments about this news