news bazar24: মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকার ৭০টিরও বেশি জমি মাফিয়াকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে।জমি মাফিয়াদের ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।গতকাল আরো দুই জমি মাফিয়াকে ধরতে সাফল্য পেয়েছে প্রধান নগর থানার পুলিশ,গভীর রাতে প্রধান নগর থানার অন্তর্গত এলাকা থেকে লাল দেব রায় ও মানিক দাসকে গ্রেফতার করেছে।অভিযুক্তদের বিরুদ্ধে জমি সংক্রান্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে,জমি মাফিয়া লাল দেব রায় পঞ্চনয় এলাকার বাসিন্দা,আর এক জন মানিক দাস বাড়ি মাল্লাগুড়ি এলাকার বাসিন্দা।আজ ধৃতদের শিলিগুড়ির আদালতে পাঠানো হয়।
Post your comments about this news