news bazar24 : মালদায় করোনা আক্রান্ত মানুষ নিয়ে চিন্তিত সবাই। ভিন রাজ্য গুলি থেকে অসংখ্য শ্রমিকরা চলে আসছে প্রতিদিন। তাদের পরিবারের টানে, ঘরের টানে ফিরতে বাধ্য হচ্ছেন। মালদার মানুষের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে লক ডাউন কিছুটা শিথিল করার পর পুলিশ আবার বাধ্য হচ্ছে কঠোর হতে। কারণ একটাই শিক্ষিত মানুষদের চরিত্র বদলায়নি…. জেলা পুলিশের একটি ঘোষণা মন দিয়ে শুনুন। নইলে বিপদে পরবেন ।
মালদা
Post your comments about this news