মালদা, 10 ই সেপ্টেম্বরঃ মালদা পলিটেকনিক কলেজের 57 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, কলেজের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় কলেজ প্রাঙ্গণে । দুইজন মহিলা সহ 35 জন ,স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মালদা জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল মহাশয়, ,ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ রক্তদান শিবির আহবায়ক অনিল কুমার সাহা মহাশয় , মালদা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডা: এম হক মহাশয় ,সেন্ট জন অ্যাম্বুলেন্স এর সদস্য দীঠিপ্রিয়া ব্যানার্জি মহাশয়া, রক্তদান আন্দোলনের কর্মী উত্তম ঝা মহাশয় প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এবং সকলকে ধন্যবাদ জানান মালদা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল স্নেহাশিস গুহ
মালদা
Post your comments about this news