Newsbazae 24 : মালদা থানার উদ্যোগে মঙ্গলবাড়ী ট্রাফিকে কর্মরতপুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হল মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী। সোমবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে কর্মরত সকল ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার দের হাতে মাস্ক এবং স্যানিটাইজার গুলি তুলে দেওয়া হয়। মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা নিজে হাতে এই সামগ্রী গুলি তুলে দেন ট্রাফিক পুলিশের হাতে। এই বিষয়ে আইসি শান্তি নাথ পাঁজা জানান, মঙ্গলবাড়ী ইউনিটে যারা কর্মরত সেই সকল ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার দের হাতে মাক্স স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো এদিন। তিনি আরও জানান এগুলি লায়ন্স ক্লাব অফ মালদা হারমনি আমাদের পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার দের জন্য দিয়েছে। রাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
মালদা
Post your comments about this news