মালদা, ১লা ডিসেম্বরঃ মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নথিপত্র চুরির ঘটনা ঘটলো।আজ দুপুরে যখন পঞ্চায়েত অফিসে কর্মচারীরা যান তখন দেখে পঞ্চায়েত অফিসের সদর দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভিতরে ঢুকে গিয়ে দেখতে পাই আলমারি খুলে সমস্ত নথিপত্র গুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং বেশকিছু নথিপত্র গুলি চুরি হয়েছে। পঞ্চায়েত কর্মীরা খবর দেয় প্রধান ও উপপ্রধানকে। খবর দেওয়া হয় মোথাবাড়ি পুলিশকে। মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইদুল সেখ জানান আমাদের কর্মীরা খবর দিলে আমি এসে দেখি আমাদের অফিসের বেশ কিছু নথিপত্র এদিকে-সেদিকে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য চুরি হয়েছে তার সাথে বেশ কিছু চেয়ার ও চুরি হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তবে কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে পুলিশি তদন্তের উপরে ভরসা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য জানান, পঞ্চায়েত প্রধান ও কর্মচারীরা এক যোগে দৃর্নীতির প্রমান লোপাট করার জন্য এই করিয়েছে ।
মোথাবাড়ি থানার ওসি সৌমজিৎ মল্লিক জানান , অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় পঞ্চায়েতের কেউ জারিত কি না তাও খাতিয়ে দেখা হচ্ছে ।"
Post your comments about this news