Newsbazar 24: মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলায় করোনা আক্রান্ত ৭১ টি এলাকাকে কনটাইন্মেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কালিয়াচক-১ নম্বর ব্লকের ১৪ট্ কালিয়াচক-২ নম্বর ব্লকের ৪টি, ইংলিশ বাজার ব্লক গ্রামীণ এলাকা-৫টি ইংলিশ বাজার পৌরসভা এলাকা-৭টি ,মানিকচক ব্লক-৭টি, পুরাতন মালদা ব্লক-১ট্,পুরাতন মালদা পৌরসভা এলাকা-৪টি,হবিবপুর ব্লক- ৩টি ,গাজোল ব্লক -৮টি, রতুয়া-২ ব্লক ৪টি,রতুয়া-১ ব্লক ৮ এবং হরিশ্চন্দ্রপুর-১ ব্লক- ৫টি
ইংলিশ বাজার পৌরসভা এলাকার দক্ষিণ বালুচর, গ্রীন পার্ক, উত্তর বালুচ্র, কৃষ্ণপল্লী,কৃষ্ণ কালিতলা 2 নম্বর ওয়ার্ড, রেলওয়ে ব্যারাক কলোনি এবং তিন নম্বর গভমেন্ট কলোনি ৬ নম্বর ওয়ার্ড এইগুলো রয়েছে। পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ী সামুন্ডাই কলোনি, মঙ্গলবাড়ী তারা কালী মোড্ বাচামারি পালপাড়া, এবং রবীন্দ্রপল্লী মঙ্গলবাড়ী রয়েছে।
Post your comments about this news