newsbaxar 24 ::সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন করোনা টেস্টের এক ধরনের পিসি আর কিট।যা দিয়ে মাত্র চার মিনিটে করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে! করোনা টেস্টের জন্য নতুন পিসিআর টেস্ট কিট আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ১৯ জন করোনা পজিটিভ রোগী, ২৩ জন করোনা নেগেটিভ ব্যক্তি, ছয়জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তি এবং ২৫ জন সুস্থ ব্যক্তিকে নিয়ে একটি পরীক্ষা চালান। নতুন পদ্ধতিতে তাদের পিসিআর টেস্ট করা হয়। তাতে সবার ফলাফল চলে আসে মাত্র চার মিনিটের মধ্যেই। এরপর বিশ্ববিদ্যালয়টির পক্ষ দাবি করা হয়, তাদের এ পরীক্ষা সফল হয়েছে।
স্বাস্থ্য
Post your comments about this news