newsbazar24: বিধানসভা ভোটের আগে শুক্রবার ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। বিঁধান সভা ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাটা গেল প্রায় ৬ লক্ষ নাম। আবার নতুন করে ভোটার বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে ,বাংলায় নতুন ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩।বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটার ১,৫৯০।আবার ভোট তালিকা থেকে বাদ পড়েছেন ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ জন। তবে নতুন ও ছাঁটাই হিসেব করলে ২.০১ শতাংশ বেড়েছে বৈধ ভোটার। উল্লেখ্য, চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেলেও নাম অন্তর্ভূক্ত করায় এখনও বাধা থাকছে না। যে কোন সাধারণ মানুষ আবেদন করতে পারেন।
এদিকে রাজনৈতিক বিশারদদের কথায়, ভোটার তালিকা থেকে প্রায় ৬ লক্ষ নাম বাদ যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ। গত কয়েকবছর থেকে একাধিকবার তালিকায় ভুয়ো ভোটার থাকার অভিযোগ করেছিল সব বিরোধীরা।
Post your comments about this news