Newsbazar24, ক্রীড়া ডেস্কঃ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের -র ভেন্যু বদলে গেল।
৬ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সিরিজের ওপেনিং অর্থাৎ প্রথম ম্যাচটি মুম্বইয়ে ও শেষ ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচটি হায়দরাবাদ হওয়ার কথা ছিল। সেই সূচি বদল করা হল ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটি হায়দরাবাদে হবে, তৃতীয় ম্যাচ হবে মুম্বইয়ে। মাঝের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যুতে অবশ্য কোনও পরিবর্তন নেই। সেটি তিরুবনন্তপুরমেই হবে।
টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তিত নতুন সূচিঃ
৬- ডিসেম্বর- প্রথম টি-টোয়েন্টি, হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ। ৮ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়াম।
১১ ডিসেম্বর- সিরিজের তৃতীয় তথা ফাইনাল ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলঃ
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর।
Post your comments about this news