Newsbazar 24: ভারতে দৈনিক করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ক্রমশ কমছে।গত ২৪ ঘন্টায় ১৮,১৩৯জন করোনায় আক্রান্ত হয়েছেন ।
দৈনিক রোগীর সংখ্যা কমতে থাকায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। এ পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২৫,৪৪৯ জন।অর্থাৎ সক্রিয় রোগীর হার কমে হয়েছে ২.১৬%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০,৫৩৯ জন।
দেশে আরোগ্যলাভ সংখ্যা এক কোটি পার হয়ে গেছে। আজ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১০,০৩৭,৩৯৮ জন।আরোগ্য লাভের হার ৯৬.৩৯%। ১০টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আরোগ্যলাভের হার দাঁড়িয়েছে ৭৯.৯৬%।
কেরালায় এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৩৯জন। মহারাষ্ট্রে ৩৩৫০ এবং পশ্চিম বঙ্গে গত ২৪ ঘন্টায় ১২৯৫ জন করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। ১০টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে নতুন করে সংক্রমণের হার ৮১.২২%। কেরালায় এক দিনে ৫,০৫১,মহারাষ্ট্রে ৩,৭২৯ এবং ছত্তিশগড় ১,০১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ২৩৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৭২,কেরালায় ২৫ এবং দিল্লিতে ১৯ জনের মৃত্যু হয়েছে ।
ভারতে প্রতি ১০ লক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে। ১৮ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে প্রতি দশ লক্ষে মৃত্যুর হার জাতীয় গড়ে চেয়ে অনেক কম। অন্যদিকে ১৭ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে প্রতি দশ লক্ষে মৃত্যুর হার জাতীয় গড়ে চেয়ে অনেক বেশি। দিল্লিতে প্রতি দশ লক্ষে ৫৬৯ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটেনে প্রথম পাওয়া নোভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেনের জেরে এ পর্যন্ত দেশে ৮২জন আক্রান্ত হয়েছেন।
Post your comments about this news