Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

ভারতের চতুর্দশ উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন জগদিপ ধনকড়

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন জগদিপ ধনকড়। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। আজ বেঙ্কাইয়া নাইড়ুর স্থলাভিষিক্ত হলেন ধনকড়।

এদিন রাষ্ট্রপতি ভবনে ধনকড়ের শপথগ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ সেখানে হিন্দিতে শপথ নেন তিনি ৷ প্রথা মাফিক ঈশ্বরের নাম নিয়ে শপথবাক্য পাঠ করতে শুরু করেন ধনকড় ৷ এদিনের অনুষ্ঠানে অভ্যাগতদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু সহ অন্যরা।

প্রসঙ্গত, জগদীপ ধনকড়ের প্রশাসনিক ও সাংবিধানিক পদে দায়িত্ব পালনের একাধিক অতীত অভিজ্ঞতা রয়েছে। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন রাজ্যপালই ছিলেন না, বরং তারও আগে তিনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তাছাড়া, তিনি একজন পেশাদার আইনজীবীও বটে৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, ধনকড়ের এই বিপুল অভিজ্ঞতার জন্যই তাঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার ৷ উল্লেখ্য, ভারতের সংবিধান অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি হলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের পদাধিকারী।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর