newsbazar 24 :-পাওনা টাকা দিতে না পারায় বৌদিকে খুনের চেষ্টার অভিযোগ । অভিযুক্ত তার দেওর। মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের আহত গৃহবধূর পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতি পুলিশ দেওরকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার মোথাবাড়ি থানার মেঘুটোলা এলাকায়। জখম বৌদির নাম বুল্টি মাহারা(২৮)। অভিযুক্ত দেওরের নাম জয়দেব মাহারা। পরিবার সূত্রে জানা গেছে, আহত গৃহবধূর স্বামী রাজু মাহারা ও তার ভাই জয়দেব দুইজনে মিলে মজুরের কাজ করতে কেরালা গিয়েছিলেন । দাদাকে সে ৪ হাজার টাকা ধার দেয়। এরপর কয়েকমাস আগেই বাড়িতে আসে অভিযুক্ত। বুধবার সন্ধের দিকে পাওনা টাকা চাইতে যায় বৌদির কাছে। কথা কাটাকাটি হওয়ায় বৌদি ওই টাকা দিতে অস্বীকার করায় বৌদির উপর হামলা চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বৌদিকে বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মালদা
Post your comments about this news