Newsbazar 24: বুমরা, অশ্বিনের বোলিং এর দাপটে অস্ট্রেলীয় ব্যাটিং দাড়াতেই পারল না । মেলবোর্ন টেস্টে মাত্র ১৯৫ রানে অস্ট্রেলীয়াকে অলআউট করে দিল ভারত। আর প্রথম দিনেই ভারতীয় বোলারদের মধ্যে নায়ক বুমরা এবং অশ্বিন। বুমরা নিলেন ৪ উইকেট। অন্যদিকে, অশ্বিনের সংগ্রহে ৩ শিকার। অভিষেক টেস্টেই সিরাজের জোড়া শিকার ।
ভারত প্ৰথম দিনের শেষে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে। ভারতীয় ইনিংসের প্রথম ওভারেই মায়াঙ্ক আগারওয়াল (০)কে ফিরিয়ে দিয়েছিলেন স্টার্ক। তারপর পূজারা (৭) এবং শুভমান গিল (২৮) দলকে টানছেন। ভারত এখনো পিছিয়ে ১৫৯ রানে।
প্রথম দিনে দারুণ অধিনায়কত্ব করে প্রশংসিত হলেন রাহানে । বোলারদের দারুণভাবে ব্যবহার করলেন তিনি । মেলবোর্নএর পিচে টার্ন এবং বাউন্স দুইই রয়েছে। তাই অশ্বিনকে সাততাড়াতাড়ি আক্রমণে এনেছিলেন। তাতেই সফল তিনি ।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। কিন্তু, তাঁর সেই সিদ্ধান্ত খুব একটা কার্যকরী হয়নি।
এদিন কোন রান না করেই আউট হয়ে যান ওপেনার জো বার্নস এবং তিনে নাম স্টিভ স্মিথ। দিনের পঞ্চম ওভারেই জো বার্নসকে ফিরিয়ে দেন বুমরা।
তারপর শুরু অশ্বিনের বোলিং এর এর যাদু । স্কোরবোর্ডে মাত্র ৩ রান যোগ করার ফাঁকে অশ্বিন পরপর ফিরিয়ে দেন ওপেনার ম্যাথু ওয়েড (৩০) এবং স্টিভ স্মিথ (০)কে। ৩৮/৩ হয়ে যাওয়ার পর ৮৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে টানছিলেন লাবুশানে (৪৮) এবং হেড (৩৮)। পরে দুজনেই আউট হয়ে যান ১০ রানের ব্যবধানে। শেষদিকে, বুমরা, সিরাজ এবং জাদেজা উইকেট ভাগাভাগি করে নেন। অস্ট্রেলীয়দের হয়ে এদিন কেউ হাফসেঞ্চুরির গন্ডি পেরোতে পারল না। সর্বোচ্চ স্কোর মার্নাস লাবুশানের ৪৮।
Post your comments about this news