Newsbazar 24, 21শে জুন : বিশ্ব সঙ্গীত দিবস আজ।সংগীতের কোন ধর্ম নেই ,জাত নেই ,কোন রং নেই ,সঙ্গীতের নেই কোন দেশ ,তাই সহজেই সংগীতের হাত ধরে মেলবন্ধন ঘটে শিল্পী মনের। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জেলার করো না আবহে মালদহ শিল্পী সংসদের পক্ষ থেকে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা প্রচার পাশাপাশি মাক্স এবং স্যানিটাইজার বিলি করা হল। এব্যাপারে মালদহ শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা জানান প্রতিবছর আমরা এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য বিকালে মালদা টাউন হলে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে থাকি কিন্তু এবছর করো না পরিস্থিতির জন্য আমরা আমাদের সদস্য এবং সদস্যদের কে জানিয়েছি বাড়িতে বসেই সকলে সঙ্গীতচর্চা করুন এবং মালদহ শিল্পী সংসদের পক্ষ থেকে আমরা কয়েকজন মিলে পথে বেরিয়েছি করোনার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এবং পাশাপাশি তাদের হাতে মাক্স এবং স্যানিটাইজার তুলে দিলাম।
Post your comments about this news