newsbazar 24 desk:-বিশিষ্ট কবি ও কালজয়ী পত্রিকার সম্পাদক শুভজিৎ রায় সাহিত্য উৎসবে সম্মানিত হলেন।
গত ৭ ই মে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাঘরে প্লাসেনটা সাহিত্য উৎসবে বাউন্ডুলে পত্রিকার বৈশাখী সংখ্যার প্রকাশিত কবিতা 'অতল গহ্বর ' এর জন্য সম্মানিত হলেন বিশিষ্ট কবি ও কালজয়ী পত্রিকার সম্পাদক শুভজিত রায় । মানপত্র ও স্মারক সহ তাঁকে সম্মানিত করেন বাউন্ডুলে পত্রিকার তরুন সম্পাদক অভিজিৎ দে। শুভজিত বাবু এই বিষয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো জানান দূর -দূরান্ত থেকে আগত কবি বন্ধুরা কবিতা পাঠ করার সুযোগ পাচ্ছেন এতো বিশাল প্রাপ্তি । ভবিষ্যতে এর ব্যাপকতা মহামিলনের জোয়ার রচনা করবে বলাই বাহুল্য । সভায় শতাধিক সাহিত্য বন্ধু স্বরচিত কবিতা পাঠ করে সম্মানিত হন।
Post your comments about this news