১৯জুন,মালদাঃ পারিবারিক অশান্তির জেরে বাঁশ দিয়ে মাথায় মেরে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার মাঝরা অঞ্চলের ক্ষন্তা গ্রামের।
পুলিশ সুত্রে খবর মৃত ওই ব্যাক্তির নাম সুফল কিস্কু।(৫০)।পরিবার সূত্রে জানা যায়, সুফল কিস্কু ও তার স্ত্রী উর্মিলা টুডুর সাথে পারিবারিক বিষয়ে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয়।সেই সময় তাদের ছেলে পরিমল কিস্কু বাড়ি ফিরে এলে বাবার সাথে বচসাই জড়িয়ে পড়েন তিনি। হটাৎ করেই পরিমল বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় বাবা সুফল বাবু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সমস্ত ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।তবে অভিযুক্ত ছেলে পলাতক।
Post your comments about this news