news bazar24 : দুর্গাপুর ব্যারেজ থেকে ফের ছাড়া হলো জল । ফলে ফের বাড়লো জল ছাড়ার পরিমাণ। শুক্রবার সকালে ২৯,৯০০ কিউসেক জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। মাইথন বাঁধ থেকে ছাড়ার পরিমাণ ৮,৫০০ কিউসেক, পাঞ্চেত থেকে ১৪,০০০কিউসেক জল ছাড়া হচ্ছে । গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে ২১,৫০০কিউসেক জল ছাড়া হয়েছিল। জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে সেচ দফতরের আধিকারিকরা জানাচ্ছেন।
বীরভূম -বর্ধমান
Post your comments about this news