newsbazar24:গজনিতে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ। কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হল ঘটনাস্থলেই। আহত আরও ৪০। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ২০-২২ জনের মত তবে বাড়তে পারে মৃতের সংখ্যা।রবিবার সকালে পূর্ব আফগানিস্থানের গজনিতে এক পুলিস ক্যাম্পের ভেতর আচমকাই ঢুকে পড়ে একটি বিস্ফোরকভর্তি গাড়ি। গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে থমে যায় ও সঙ্গে সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ।
গজনির পাবলিক হেলথের ডিরেক্টর শাহ নিকমল মে জানিয়েছেন, 'রবিবার সকালে ওই হামলায় কমপক্ষে ৩০-35 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 40-45 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। '
তবে 'হামলার লক্ষ্য ছিল পাবলিক প্রটেকশন পুলিস ফোর্সের ক্যাম্প। সেখানেই হামলা চালানো হয়। শহরের বাইরে কোয়ালা-ই-জোজ এলাকায় বিকট আওয়াজের ওই বিস্ফোরণ ঘটে। ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠে যায়। তা দেখা গিয়েছে বহু দূর থেকে।'
Post your comments about this news