Newsbazar 24: সোমবার সকালে পাঞ্জাবের লুধিয়ানায় কারখানার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে মৃত ১৩ জন শ্রমিক, আহত প্রায় ৪০ জন। দুর্ঘটনাটি ঘটেছে শহরের মুকুন্দ নগরের ডাবা রোডে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে। ধংসস্তুপের আটকদের উদ্ধারে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার সময় মোট ৩৬ জনকে উদ্ধার করা হয়েছিল। যাঁদের মধ্যে একজনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। লুধিয়ানার ডেপুটি কমিশনার বারিন্দর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সেখানে বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। তারাও উদ্ধার কারযে ঝাপিয়ে পড়ে। ইরিমধ্যে প্রায় ৪০ জনকে উদ্বার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ৫ জন সিটি সিভিল হাসপাতাল আর ৫ জন অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন। জেলাশাসক এবং সিপি ঘটনাস্থলে উদ্ধারকার্য পর্যবেক্ষণে রয়েছেন। বারিন্দর শর্মা বলেছেন, ‘কারখানার মালিক পুরসভার অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণ করছিলেন। সেটাই এদিন ধসে পড়েছে। ‘পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন পাশাপাশি এই ঘটনায় কারখানার মালিক ইন্দারজিত সিং গোলা কে গ্রেপ্তার করা হয়েছে।
সারা ভারত
Post your comments about this news