উত্তম বিশ্বাস,Newsbazar 24: পাকুয়াহাট গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বামনগোলা কৃষক বাজার কল্যান সমিতি ও বামনগোলা ব্লক পান চাষি কল্যান সমিতির সদস্যরা। মঙ্গলবার সকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা ধরে বিক্ষোভ চলে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় বামনগোলা কৃষক বাজারে সরকারি জায়গায় বহুদিন আগে গবাদি পশুর হাট বসত, কিন্তু কোনো কারণবশত সে হাট বন্ধ হয়ে যায়। বামনগোলা এলাকায় কোন গবাদি পশুর হাঠ না থাকার ফলে এলাকার গবাদি পশু পালকরা পশু কেনা বেচার ক্ষেত্রে ভীষন সমস্যায় পড়তে হচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই অবরোধ ও বিক্ষোভ। এ বিষয়ে বামনগোলা কৃষি বাজার কল্যান সমিতির সম্পাদক অশোক প্রামানিক, বলেন আমরা মূলত কৃষকদের স্বার্থে কিছু দাবি-দাওয়া নিয়ে আজ পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। বামনগোলা কৃষক বাজারে ২০১৭ সাল নাগাদ গবাদি পশুর হাট ছিল। কিন্তু সেটা কোন কারণে বন্ধ হয়ে যায়। বামনগোলা ব্লকে কোনরকম গবাদি পশুর হাট না থাকার ফলে বামনগোলা থানা এলাকার চাষী থেকে শুরু করে বিভিন্ন পশুপালক যারা গবাদি পশু পালন করে থাকেন তারা গবাদিপশু কেনাবেচার ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়ছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে দাবি করছি যেহেতু বামনগোলা কৃষি বাজারে পানের হাট চলে সেই জন্য এখানে যাতে গবাদি পশুর হাট বসানো যায় তাহলে সারাদিন ধরে হাঁট চলবে। এর ফলে একদিকে যেমন সাধারন মানুষ থেকে শূরু করে পশুপালকরা উপকৃত হবে অন্যদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প কিষাণ মান্ডি প্রকল্প সেই প্রকল্পের উদ্দেশ্য সফল হবে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন- বামনগোলা কৃষি বাজার কল্যান সমিতির সভাপতি জিতেশ চন্দ্র বর্মন, সম্পাদক অশোক প্রামানিক, বামনগোলা ব্লক পান চাষি কল্যান সমিতির সভাপতি রঞ্জিত মন্ডল সহ-সভাপতি আবুবাককার মন্ডল সহ অন্যান্যরা।
মালদা
Post your comments about this news