newsbazar 24 desk:-পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। এবার গোটা রাজ্য জুড়ে নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের সিঙ্গল ইউজ প্লাস্টিক । আগামী ১ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে । সেদিন থেকে নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানার কবলে পড়তে হবে রাজ্যবাসী ।
বাজারে সবজি বা মাছ কিনতে গেলে, এই প্লাস্টিকেই দিয়ে থাকেন দোকানদাররা। এখন থেকে এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ক্রেতাকে ৫০ টাকা জরিমানা করা হবে। ইতিমধ্যেই দার্জিলিং, সিকিমে নিষিদ্ধ হয়েছে এই প্লাস্টিক । এবার কলকাতা সহ অন্যত্র নিষিদ্ধ করা হবে। এছাড়াও ১২৫ মাইক্রোনের প্ল্যাস্টিকও বন্ধ করতে চলেছে সরকার।পাশাপাশি, জঞ্জাল সংগ্ৰহের নিয়মও বদল করছে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পুরসভা এলাকায় ভ্যাট রাখা যাবে না। তাই সব পুরসভা এলাকায় এক নিয়মে ময়লা সংগ্ৰহ করা হবে। সব বাড়িতে দুটো বালতি থাকবে। নীল আর সবুজ। নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখতে হবে গৃহস্থকে। অনেক পুরসভায় ইতিমধ্যেই এভাবে ময়লা নেওয়া শুরু হয়েও গিয়েছে।
Post your comments about this news