Newsbazar ডেস্ক, ২৪ শে আগষ্টঃ পরপর তিনবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। ২০১৭, ২০১৮-র পর ২০১৯। বিশ্বের তিন নম্বর, চিনের চেন ইয়ু ফেএ কে ২১-৭, ২১-১৪ তে হারিয়ে ফাইনালে ভারতীয় শাটলার। মাত্র ৪০ মিনিটে প্রতিপক্ষকে কাত করে দেন বিশ্বের পাঁচ নম্বর ব্যাডমিন্টন তারকা।
সুইজারল্য়ান্ডের বাসেলে আয়োজিত শনিবার এই সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সিন্ধু। এক তরফা প্রতিরোধহীন ভাবে প্রথম গেম জিতে নেন ভারতীয় শাটলার। ওই গেমে মাত্র সাত পয়েন্ট পান চেন ইয়ু ফে। দ্বিতীয় গেমে এই চিনা খেলোয়াড় কিছুটা লড়াই দিতে সক্ষম হলেও, ভারতীয় শাটলারকে ছুঁতে পারেননি। এই গেমে ১৪ পয়েন্ট অর্জন করেন সিন্ধুর প্রতিপক্ষ। সুইজারল্য়ান্ডের বাসেলে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারা বা থাইল্যান্ডের মধ্যে যে কোনও এক জনের মুখোমুখি হবেন সিন্ধু।
এ পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছয় বার অংশ নিয়েছেন ভারতের পিভি সিন্ধু। প্রতিবারই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেই থেমে যায় দৌড়। এবার ফাইনালে পৌঁছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের পঞ্চম পদক নিশ্চিত করলেন সিন্ধু। উল্লেখ্য ২০১৭ ও ২০১৮-র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন সিন্ধু। দুবারই রূপো জেতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে। তাই এবার সোনা জিততে মরিয়া পিভি সিন্ধু। এখন দেখা যাক এই ভারতীয় তারকা শাটলারের ভাগ্যে শিকে ছেড়ে কিনা?
Post your comments about this news