Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

নতুন দিল্লি রেলস্টেশনে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চার রেলকর্মী

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: নতুন দিল্লি রেলস্টেশনে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চার রেলকর্মী। 

রেলস্টেশনের কাছেই গণ ধর্ষণের শিকার হলেন বছর ৩০ এর এক মহিলা। শুক্রবার নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের একটি ঘরে বছর ৩০ এর এক মহিলাকে গণ ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চার রেল কর্মচারীকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন চত্ত্বরে।

পুলিস সূত্রে খবর, শুক্রবার বেলা আড়াইটে নাগাদ এই বিষয়ে তারা একটি ফোন পান। তাতে ওই মহিলা দুই রেলকর্মীর বিরুদ্ধে গণ ধর্ষণের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের ৮ এবং ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি পরিত্যক্ত ঘরে এই ঘটনা ঘটে।

এবিষয়ে রেলওয়ের ডিসিপি  হরেন্দ্র সিং জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন চত্বরে ধর্ষণের ঘটনায় মোট চারজন রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে “গত এক বছর ধরে বিবাহ বিচ্ছিন্না ওই মহিলার সঙ্গে আলাপ রেলকর্মীর বিবাহবিচ্ছেদের জন্য আদালতে মামলাও চলছে ওই মহিলার। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেলের ওই কর্মী তার সঙ্গে আলাপ জমান। ২১ শে জুলাই রেমকর্মীর ছেলের জন্মদিন উপলক্ষে মহিলাকে ডাকা হয়।

রাত সাড়ে ১০টা নাগাদ কীর্তি নগর মেট্রো স্টেশন থেকে অভিযুক্তরা একটি গাড়িতে করে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের ৮ এবং ৯ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসে। সেখানে তাকে একটি পরিত্যক্ত ঘরে অপেক্ষা করতে বলা হয়। এর পর দুই রেলকর্মী তার ওপর অত্যাচার চালায়। বাইরে আরও দুই রেলকর্মী পাহারা দিচ্ছিলেন। মহিলার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে চার রেলকর্মীকে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News

সম্পর্কিত খবর