দীপিকা পাড়ুকোন।সিনেদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য ।ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেল থেকে সব পোস্ট ডিলিট করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।কিন্তু বড় চমক সবার জন্য। দীপিকা নিজের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি অডিও ডায়েরি পোস্ট করেন। সেই অডিও বার্তায়, খুব সুন্দরভাবে তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ২০২০ সাল সবার জন্য অনিশ্চয়তার একটা বছর ছিল, কিন্তু আমার জন্য এটা শ্রদ্ধা জানানোর এবং বর্তমানে ২০২১ সাল নিজের ও সবার সুস্বাস্থ্য-মনের শান্তির কামনা করি। হ্যাপি নিউ ইয়ার ।গত বছর খুব একটা ভাল কাটেনি দীপিকার। জেএনইউ কাণ্ডে প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় অনেকের রোষের মুখে পড়েন দীপিকা ।তাঁর বিরুদ্ধে মাদকচক্রের সঙ্গে যোগের অভিযোগ ওঠে। ছবি বয়কটের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়। বস্তুত, ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।সবমিলিয়ে মানসিক ভাবে আঘাত পেয়েছেন বহুবার দীপিকা।কিন্তু তাতে কি? নতুন বছর সবার সাথে ভালো ভাবে কাটাতে চান দীপিকা।
বিনোদন
Post your comments about this news