Newsbazar24:- কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। মঙ্গলবার রাতে তৃণমুলের কার্যালয়কে লক্ষ্য করে বোমা ও তীর নিক্ষেপ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা(Dinhata) থানার বিরাট পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতীদের নিক্ষেপ করা তীরে জখম হন তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন সহ বেশ কয়েকজন। তৃণমূল নেতা বিশু ধর এর অভিযোগ ‘বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতা অজয রায় বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। তৃনমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।’এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। উত্তেজনা থাকায় তৃণমূলের কার্যালয়ের সামনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
শিলিগুরি দার্জিলিং কোচবিহার
Post your comments about this news