News bazar24: আর খালি শ্বাসকষ্ট নয় । চরিত্র বদলে ফেললো করোনা ভাইরাস । সামনে এলো করোনা ভাইরাসের নতুন উপসর্গ ।এবার নাকি ত্বকের লালচে র্যাশও নাকি করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ!
দিন কয়েক আগে ইতালিতে বেশ কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা গিয়েছে। সঙ্গে জ্বর আর গলা ব্যথার মতো সমস্যা। অনেক ক্ষেত্রে অন্য কোনও রকম আর অসুবিধা বা কমন উপসর্গ গুলো নেই, রয়েছে শুধুমাত্র ত্বকের লালচে র্যাশ! ইতালির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতি পাঁচজন আক্রান্তের মধ্যে মাত্র একজনের শরীরেই এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে।
চর্মরোগ বিশেষজ্ঞ ডঃ ভেরোনিক বাতালি জানান, যাঁদের ত্বকে তেমন কোনও সমস্যা নেই, তাঁদের শরীরেও এই লালচে র্যাশ দেখা গিয়েছে। আর র্যাশ বেরানোর ২-৩ দিন পরই তাঁদের শরীরে আরও একাধিক জটিল সমস্যা দেখা দিচ্ছে।
ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ৩০ শতাংশের শরীরেই এই নতুন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, করোনাভাইরাসের নানা ধরনের উপসর্গ ততই সামনে আসছে। ফলে ইতালির বিশেষজ্ঞদের অভিমত শুরুটা হয়েছিল, জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দিয়ে। তাই আর করোনার উপসর্গ কে হালকা ভাবে নেওয়া যাবে না। শরীরে অস্বাভাবিক কিছু দেখা দিলেই টেস্ট করাতে হবে। নইলেই বিপত্তি।
Post your comments about this news