মালদা,১৮ নভেম্বরঃ জাল নোট পাচারে আবার খবরের শিরোনামে মালদার কালিয়াচক। দুই লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কালিয়াচক থানার সাদুল্লাহপুর হানা দিয়ে মোথাবাড়ি ফাঁড়ির পুলিশ এক পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম, শাফিকুল সেখ(৩০)।বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর এলাকায়।
ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় দুই লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলো সবই ৫০০ টাকার নোট।
পুলিশ সুপার অলক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাংলাদেশ থেকে নোটগুলি পাচার করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কেউ এক কারবার এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করবে।
Post your comments about this news