Newsbazar 24: গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ একটি আম বাগান থেকে ৮৫ হাজার টাকা জাল নোট দুটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদহের চাচল থানার সুজাপুর এলাকার একটি আমবাগানে।ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে। আদালত ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে’
পুলিশ সূত্রে জানা যায, ধৃতদের নাম শ্রাবণ লালা সিং(৩৫) বাড়ি বিহারের পূর্ণিয়ায়,সন্তোষ কুমার সিং (৩২) বাড়ি একই রাজ্যের কাটিহারে ও হরিপদ ঘোষ (২৭) চাঁচল থানার বিরস্থলি এলাকায় বাড়ি।
পুলিশ সূত্রে আরও জানা যায় যে, সোমবার গভীর রাতে চাঁচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাঁচলএর সুজাপুর এলাকায় একটি আমবাগানে হানা দেয়। ।পুলিশকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুষ্কৃতীদেরকে ধাওয়া করে তিনজনকে ঘটনাস্থলে আটক করে। । বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ।পুলিশ ওই তিন দুষ্কৃতীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮৫ হাজার টাকার জালনোট দুটি পাইপগান চার রাউন্ড গুলি উদ্ধার করে।এরপরেই তাদেরকে গ্রেপ্তার করে চাচোল থানায় নিয়ে আসে। এদিন দ তাদেরকে দশ দিনের পুলিশি হেফাজতের চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে’ ।তবে তারা কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে জমায়েত হয়েছিল এ নিয়ে তদন্ত নেমেছে চাচল থানার পুলিশ।
Post your comments about this news