বালুরঘাট, ২রা ডিসেম্বরঃ বালুরঘাট গাজোল ৫১২ নং জাতীয় সড়কে মোটর বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। মৃত ৩ যুবক। সোমবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পতিরাম গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় । মৃত তিন জন মোটর বাইক আরোহী বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে প্রচন্ড গতিতে আসছিল ওই বাইকটি। এরপরই ট্রাক্টরটির মুখোমুখি চলে আসে বাইকটি।এবং আরও জানা যায় ৩ বাইক আরোহীর নাম গোপাল পাহান (২৬) শিবা পাহান (১৯) বিপুল পাহান (২৬)। গোপাল ও শিবার বাড়ি বালুরঘাট থানার মাহিনগর। বিপুলের বাড়ি বালুরঘাট থানার দুর্লভপুর। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পরে বালুরঘাট গাজোল ৫১২ জাতীয় সড়ক। পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ, গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর
Post your comments about this news