Newsbazar 24 ,১৫ জুলাই : মালদহ জেলায় মাধ্যমিক ফলে এক বিরল ঘটনা ঘটল । ফল প্রকাশের পর দেখা যায় দুই যমজ বোনের মোট নাম্বার একই । যদিও বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা নাম্বার তারা পেয়েছে। এই ফলাফল দেখে তাদের পরিবারের সকলের আশ্চর্য হয়ে যান। এদের বাড়ি মালদহ শহরের সিঙ্গাতলা এলাকায়। তারা পড়াশোনা করত মালদা গার্লস হাই স্কুলে একজন প্রাচী ঘোষ দস্তিদার ও অপরজনের নাম প্রাপ্তি ঘোষ দস্তিদার। এদের বাবা মালদা মহিলা বিদ্যালয়ের হেড ক্লার্ক নাম প্রণব ঘোষ দস্তিদার। ফলাফল দেখে তাদের মা খুবই উচ্ছসিত তিনি জানান এরা দুজনেই একসাথে পড়াশোনা করত তার সাথে খেলাধুলা কবিতা আবৃত্তি করত দুজনে একসাথে । তাদের পরীক্ষার সিট পড়েছিল কৃষ্ণ মোহন বালিকা বিদ্যালয়, একজন দোতলা ঘরে আরেকজন নিচ তলায় বিভিন্ন সাবজেক্টে আলাদা নাম্বার পেলেও টোটালে ৫৩৮ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। দুই যমজ মেয়ের একই নাম্বার দেখে আমাদের তাক লেগে গেছে। স্কুলের শিক্ষিকারা এই খবর শুনে খুশি হয় এবং তারাও অবাক হয়ে যায়। এ ব্যাপারে তাদের বাবা প্রণববাবু বলেন এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায় ।যমজ মেয়ে এবং পরীক্ষার রেজাল্ট সমান সমান রাজ্যের মধ্যে এই ঘটনা খুবই বিরল। প্রাচী এবং প্রাপ্তি জানান কি হরে দুই জনের মোট নাম্বার এক হল আমরা বুঝতে পারছি না। তবে এক স্কুলে শিট পড়লেও আমাদের সিট আলাদা আলাদা ঘরে পড়েছিল।
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একই শাখার ৫ জন আক্রান্ত্র। জেনে নিন কোন এলাকায় কত জন
Post your comments about this news